ড. আলী রিয়াজ

সংস্কার না হলে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠিত হলেও ফ্যাসিবাদ ফিরে আসতে পারে

আলী রীয়াজ বলেন, ‘বাংলাদেশে গত ১৬ বছর ধরে ব্যক্তিতান্ত্রিক শাসনের ফলে দুর্বল ও ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। বিচার বিভাগের দিকে তাকালে বোঝা যায় বিগত বছরগুলোতে কীভাবে এটি ধ্বংস করা হয়েছে। শুধু এটিই নয়, অন্যান্য প্রতিষ্ঠানগুলোরও একই অবস্থা।’

সংস্কার কর্মসূচি বাস্তবায়ন না হলে, প্রশাসন ও বিচার বিভাগকে পুনর্গঠিত করা না হলে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠিত হলেও ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ফিরে আসতে পারে। তাই বাংলাদেশে ভবিষ্যতে স্বৈরতন্ত্রের পুনরুত্থান ঠেকাতে হলে কাঠামোগত পরিবর্তন করতে হবে, জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে তুলতে হলে সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রিয়াজ।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর সিরডাপের মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) উদ্যোগে ‘রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐকমত্য ও নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হকসহ অন্যান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।

আলী রীয়াজ বলেন, ‘বাংলাদেশে গত ১৬ বছর ধরে ব্যক্তিতান্ত্রিক শাসনের ফলে দুর্বল ও ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। বিচার বিভাগের দিকে তাকালে বোঝা যায় বিগত বছরগুলোতে কীভাবে এটি ধ্বংস করা হয়েছে। শুধু এটিই নয়, অন্যান্য প্রতিষ্ঠানগুলোরও একই অবস্থা। এজন্য কাঠামোগত পরিবর্তনের পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতিরও পরিবর্তন দরকার। নয়তো বৃত্তকার চক্রের মতো এ জায়গায় ফিরে আসতে হবে। তাই নাগরিকের সমস্ত অধিকার রক্ষার জন্য এ পরিবর্তন প্রয়োজন।’

আরও