এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, কেউ কেউ ‘নৈতিক খবরদারির’ দায়িত্ব নিয়েছেন, তাদের মোকাবেলায় উদারপন্থীদের সোচ্চার হতে হবে।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে (বিসিএফসিসি) টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে ড. দেবপ্রিয় বলেন, ‘নৈতিক খবরদারি করতে চাওয়া এসব মানুষের সংখ্যা বেশি নয়। কিন্তু তাদের কণ্ঠস্বর উঁচু। এ কণ্ঠস্বর মোকাবেলা করতে হলে সর্বজনীন মানবাধিকারের ভিত্তিতে যে উদারনৈতিক বহুত্ববাদী সমাজের কথা আমরা বলি, তার পক্ষের মানুষকে সোচ্চার হয়ে দাঁড়াতে হবে। আমি নিরাপদে ঘরে থাকব আর আমার পক্ষে মানুষ পরিবর্তন করে দেবে, আবার ছাত্র-জনতা অভ্যুত্থান করবে, এটা মনে করা বোকামি হবে। প্রত্যেক নাগরিককে তার অধিকারের পক্ষে দাঁড়াতে হবে।’
তিনি বলেন, ‘দেশ বৈষম্যবিরোধী হবে, সেজন্য এ সময়কালে আমরা সবচেয়ে বড় আন্দোলন করলাম, কিন্তু আমরা তো সব বৈষম্যের কথা বলি না। আমরা কোনো বৈষম্যের কথা বলি, কোনো বৈষম্যকে এড়িয়ে যাই।’
উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, ‘নারী ও পুরুষের বৈষম্যের কথা বলতে গিয়ে আমি তো লিঙ্গবৈচিত্র্যের কথা বলি না। যখন জাতীয়তার প্রশ্নে কথা বলি, তখন ক্ষুদ্র জাতিগোষ্ঠী বা তাদের জাতিসত্ত্বার স্বীকৃতির কথা বলি না। যে সময়কালে আমরা নতুন আত্মস্বীকৃত জাতীয় সত্ত্বাকে অনুসন্ধানে নেমেছি, তখন বহুত্ব বা বহুধরনের মানুষ নিয়ে আমাদের যে বাংলাদেশ, সেটার কথা সেভাবে মনে করি না।’