বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বলেছে, ইরানের পরমাণু স্থাপনাসহ গুরুত্বপূর্ণ সামরিক অঞ্চল লক্ষ্য করে ইসরায়েলের বেপরোয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা রাষ্ট্রীয় ভয়ানক সন্ত্রাসী তৎপরতা এবং পরিকল্পিত এ হামলা আন্তর্জাতিক সব ধরনের বিধিবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল।
গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলের সাধারণ সম্পাদক সাইফুল হক বিবৃতিতে বলেন, ‘গাজাসহ ফিলিস্তিন ভূখণ্ডে এ শতাব্দীর সবচেয়ে বড় গণহত্যা চালিয়ে যাওয়ার মাঝেই ইরানে এ ব্যাপক সামরিক হামলা ইসরায়েলের চূড়ান্ত উদ্ধতমূলক অপরাধের বহিঃপ্রকাশ। ইসরায়েলের এ যুদ্ধবাদী আগ্রাসী তৎপরতা গোটা মধ্যপ্রাচ্যকে মারাত্মকভাবে অস্থিতিশীল করে তুলতে পারে।’