কুমিল্লায় গ্রেফতার আরো ১৭, বেশিরভাগই বিএনপি-জামায়াতের নেতাকর্মী

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় আরো ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ১৭২ জনকে গ্রেফতার করা হলো এ জেলায়। পুলিশ জানায়, সহিংসতার ঘটনায় আট মামলায় অন্তত ৮ হাজার জনকে আসামি করা হয়েছে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় আরো ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ১৭২ জনকে গ্রেফতার করা হলো এ জেলায়। পুলিশ জানায়, সহিংসতার ঘটনায় আট মামলায় অন্তত ৮ হাজার জনকে আসামি করা হয়েছে।

এর মধ্যে সদর দক্ষিণ থানায় তিন মামলায় ৩৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো সাড়ে ৭ হাজার মানুষকে আসামি করা হয়। বুড়িচং থানায় ৮ জনের নামে ও অজ্ঞাত ৪০ জনের বিরুদ্ধে মামলা হয়। এছাড়া দাউদকান্দি থানায় দুটি মামলায় ৩৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৮০ জনকে আসামি করা হয়।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নাজমুল হাসান বলেন, সহিংসতার ঘটনায় গত কয়েকদিনের অভিযানে মোট ১৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বেশিরভাগই বিএনপি-জামায়াতের নেতাকর্মী। গ্রেফতারদের মধ্যে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল্লাহ রতন, মহানগর জামায়াতের দপ্তর সম্পাদক আবুল হাশেম, মহানগর জামায়েতের যুগ্ম নায়েবে আমির মহিউদ্দিন আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন।

কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাইদুল ইসলাম বলেন, সংঘাত ও নাশকতার ইন্ধনদাতাদের খুঁজে বের করা হচ্ছে। কোটা ইস্যুতে জেলায় যারা নাশকতার সঙ্গে জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।৫

 

আরও