৩৩৪ কেজি পলিথিন জব্দ ও ৪০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন কারখানায় অভিযান

পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ এইচ এম রাসেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, কারখানার মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী একটি কারখানায় অভিযান চালিয়ে ৩৩৪ কেজি পলিথিন জব্দ করা হয়েছে এবং কারখানার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইঘরের করিম মার্কেট এলাকায় অবস্থিত এন তামিম প্যাকেজিং নামক কারখানায় অভিযান চালানো হয়। এ অভিযানে নেতৃত্ব দেন জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তামশিদ ইরাম খান। এ সময় কারখানাটি থেকে প্রায় ৩৩৪ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ এইচ এম রাসেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, কারখানার মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আরও