ভোলায় বাস চাপায় শিশুসহ নিহত ২

ভোলার লালমোহনে যাত্রীবাহী বাসের চাপায় শিশুসহ দুজন নিহত হয়েছে। আহত হয়েছেন তিনজন। আজ রোববার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহন উপজেলার লাঙলখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে

ভোলার লালমোহনে যাত্রীবাহী বাসের চাপায় শিশুসহ দুজন নিহত হয়েছে। আহত হয়েছেন তিনজন। আজ রোববার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহন উপজেলার লাঙলখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মো. হাসান (৭) লালমোহন পৌর ৫ নম্বর ওয়ার্ডের মো. ভুট্টো মিয়ার ছেলে। অপর ব্যক্তি মো. জব্বার হোসেন একই উপজেলার পৌর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তারা দুজনই পথচারী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী নিয়ে চরফ্যাশন থেকে ভোলা বাস মালিক সমিতির ডাইরেক্ট সিটিং সার্ভিস নামে একটি বাস ভোলায় আসছিল। পথে লালমোহনের লাঙলখালী এলাকায় নিয়ন্ত্রণ হারালে কয়েকজন পথচারীকে চাপা দেয়। ওই সময় ঘটনাস্থলে হাসান ও জব্বার নিহত হন।

এর পরপরই স্থানীয়রা ছুটে এসে দুর্ঘটনা কবলিত বাসটিসহ ওই স্থানে থাকা আরেকটি বাসে ভাংচুর করেন।

এসময় স্থানীয়রা আহত তিন পথচারীকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের মধ্যে নান্টু নামে একজনের অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক ভোলা সদর হাসপাতালে পাঠান।

লালমোহন থানার পুলিশ পরিদর্শক এনায়েত হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে উত্তেজিত জনতাদের শান্ত করার জন্য নিরলসভাবে কাজ করেছে। তবে গাড়ির চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরও