রাজশাহীতে ৫ টাকার বিনিময়ে ৫০০ জনের মাঝে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১০টায় নগরের আলুপট্টির মোড়ে নারী উদ্যোক্তাদের অনলাইনভিত্তিক ফোরাম হাউস অব বিউটি ব্লুমের উদ্যোগে এগুলো বিতরণ করা হয়। আয়োজকরা জানান, সবার সহযোগিতায় এ বছরের আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। ৫০টি পরিবারের জন্য সম্পূর্ণ ঈদ বাজারের ব্যবস্থা করা হবে। আগামী বছরও এ উদ্যোগ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।