কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-সাধারণ শিক্ষার্থী সংঘর্ষে দুই
শতাধিক আহত হয়েছেন দাবি করা হয়েছে। সোমবার (১৫ জুলাই) রাজু ভাস্কর্যের সামনে এ সংঘাতের সূচনা হয়।
আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ বণিক বার্তাকে বলেন, প্রায় দুই শতাধিক আহত হয়েছেন। অনেকেই হলে আটকে আছেন। হলপাড়া, রেজিস্ট্রার ভবন, এসএম হল ও টিএসসিতে আটকে আছেন নারী শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা দুপুরে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হওয়ার
ঘোষণা দেন। এ নিয়ে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়। ভিসি চত্ত্বরে ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা হাতে জড়ো হন।
বঙ্গবন্ধু হলের গেট দিয়ে মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা প্রবেশ করেন।
এক পর্যায়ে তারা রাজু ভাস্কর্যে গিয়ে আন্দোলনকারীদের তাড়িয়ে দেন। এ সময় তাদের হাতে
লাঠি, রড, হকিস্টিক দেখা যায়। ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে ছাত্রলীগ লাঠি হাতে অবস্থান
নেয়। আন্দোলনকারীদের দাবি, রাজু ভাস্কর্যে অবস্থান নেয়া অধিকাংশই মহানগর ছাত্রলীগের
বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী।