থানচিতে অগ্নিকাণ্ড

বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ১১টি ঘর পুড়ে গেছে।

বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ১১টি ঘর পুড়ে গেছে। গতকাল সকাল ১০টার দিকে ইউনিয়নের থুইসাপাড়ায় এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন তিন্দু ইউনিয়নের চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা। এক ব্যক্তির রান্নাঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানান তিনি।

আরও