বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ১১টি ঘর পুড়ে গেছে। গতকাল সকাল ১০টার দিকে ইউনিয়নের থুইসাপাড়ায় এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন তিন্দু ইউনিয়নের চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা। এক ব্যক্তির রান্নাঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানান তিনি।