ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলা সদরের মুসা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আগামী ২০ নভেম্বর বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সম্মেলন। সম্মেলন ঘিরে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল খালেক ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
গতকাল দুপুরে বাঞ্ছারামপুর উপজেলা সদরের পল্লী বিদ্যুতের মোড় থেকে আব্দুল খালেকের সমর্থকরা সম্মেলনবিরোধী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা সদরের মুসা মার্কেটে পৌঁছলে মেহেদী হাসান পলাশের সমর্থকরা সেটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এর জেরে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে আহত হন উভয় পক্ষের অন্তত ৩০ জন। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।
আব্দুল খালেকের অভিযোগ, পলাশ ও মুসার সমর্থকরা তাদের মিছিলে হামলা করেছে। মেহেদী হাসান পলাশ ও মুসার ফোন বন্ধ থাকায় তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি।
বাঞ্ছারামপুর থানার ওসি মোর্শেদ আলম বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’