বিশ্বের শীর্ষ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের ৫০ বছর পূর্তি হচ্ছে আগামীকাল ২১ মার্চ। বাংলাদেশ ছাড়াও বিশ্বের আরো নয়টি দেশে কার্যক্রম পরিচালনা করে আসছে সংস্থাটি। ২০০২ সালে আফগানিস্তানের মাধ্যমে আাান্তর্জাতিকভাবে কাজ শুরু করে ব্র্যাক। তবে বর্তমান তালেবান সরকার ক্ষমতা গ্রহণের পর ২০২১ সালের ১৫ আগস্ট থেকে দেশটিতে ব্র্যাকের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। নারী শিক্ষা কার্যক্রমটি আগামী মাসে চালুর আশা করছে ব্র্যাক।
জানা গেছে, ব্র্যাক ইন্টারন্যাশনাল বর্তমানে বিশ্বের নয়টি দেশে কার্যক্রম পরিচালনা করছে। ২০০২ সালে আফগানিস্তানে কর্মসূচি চালুর মাধ্যমে ব্র্যাক ইন্টারন্যাশনালের যাত্রা হয়। গত ২০ বছরে ১৩টি দেশে কাজ করলেও এখন নয়টি দেশে সরাসরি কাজ করছে ব্র্যাক। স্বাস্থ্য, শিক্ষা, ক্ষুদ্রঋণ প্রভৃতি কর্মসূচিতে কাজ করছে ব্র্যাক ইন্টারন্যাশনাল।
এছাড়া কিছু দেশে কারিগরি ও প্রযুক্তিগত কার্যক্রম পরিচালনা করছে। আফগানিস্তানে ২০২০ সালে প্রায় ৩৭ লাখ ৫ হাজার ৯৫ জনকে সরাসরি সেবা দিয়েছে ব্র্যাক। সার্বিকভাবে ১ কোটি ১৫ লাখ মানুষের কাছে পৌঁছেছে ব্র্যাক। দেশটির ১৪টি অঞ্চল ও রাজ্যে ব্র্যাকের শিক্ষা ও স্বাস্থ্য কর্মসূচি চালু রয়েছে। ২০২০ সালে ৬৯ হাজার ৪৩৫ জনকে শিক্ষা সুবিধা দিয়েছে ব্র্যাক। কিন্তু ২০২১ সালের প্রথম প্রান্তিকে দেশটিতে প্রায় ৪৭ হাজার ছাত্রীর কাছে শিক্ষার আলো পৌঁছে দিয়েছে সংস্থাটি।
জানা গেছে, শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য আফগানিস্তানের ১০টি রাজ্যে ২৬৩টি কমিউনিটিভিত্তিক বালিকা মাধ্যমিক বিদ্যালয় (সিবিজিএস) পরিচালনা করছে ব্র্যাক। এসব বালিকা বিদ্যালয়ে ৭ হাজার ৬৭৫ শিক্ষার্থী রয়েছে। সার্বিকভাবে দেশটিতে উচ্চ মাধ্যমিকে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ১ হাজার ৫১ জন নারী শিক্ষিকাকে প্রশিক্ষণ ও দুই হাজার বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়েছে। ২৫ হাজার ৮০০ ছাত্রীকে স্কুলে ভর্তি করানো, স্কুলগুলোয় ২০টি নলকূপ এবং ৩০টি টয়লেট স্থাপন করা হয়েছে।
এছাড়া করোনার মধ্যে ১০ হাজারের বেশি শিক্ষার্থীকে করোনা সহায়তা দেয়া হয়েছে। সার্বিকভাবে দেশটিতে কার্যক্রম পরিচালনার জন্য ২০২০ সালে ১ কোটি ২৯ লাখ ৩৮ হাজার ডলারের বেশি ব্যয় করে ব্র্যাক। এসব খরচের প্রায় ৪৪ শতাংশই হয় শিক্ষা কার্যক্রমে। কভিডের কারণে ২০২০ সালে খরচ একটু কম হয়েছে। অন্যদিকে গত বছরের ১৫ আগস্ট থেকে দেশটির নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই ব্র্যাকের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে গত বছর ও চলতি বছর ব্র্যাকের শিক্ষা খাতে ব্যয় কিছুটা কমে যাওয়ার শঙ্কা রয়েছে।
এ বিষয়ে ব্র্যাক ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক শামেরান আবেদ বণিক বার্তাকে বলেন, আট মাস ধরে দেশটিতে একটি অবরোধ পরিস্থিতি বিরাজ করছে। ব্র্যাক ইন্টারন্যাশনালসহ বেশ কয়েকটি বেসরকারি উন্নয়ন সহযোগী ও সিভিল সোসাইটির প্রতিনিধিরা বর্তমান সরকারের সঙ্গে আলোচনা করেছে। সামাজিক সংগঠনগুলোর অনুরোধে নারী শিক্ষা কেন্দ্র ও প্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। আশা করছি চলতি মাসের শেষ নাগাদ কিংবা আগামী মাসে দেশটিতে নারী শিক্ষা কার্যক্রমের সব ধরনের উদ্যোগ পুনরায় শুরু করতে পারবো।
জানা গেছে, সামনের দিনে বিদেশে কার্যক্রম চলমান রাখতে এবং মানোন্নয়নে দেশগুলোয় বাজেট বাড়াবে ব্র্যাক। ২০২১ সালে মোট ১২ কোটি ডলারের বাজেট থাকলেও চলতি বছর তা ১৭ কোটি ডলারে উন্নীত করতে চায় ব্র্যাক। নয়টি দেশের বাইরে আরো বেশ কয়েকটি দেশে দ্রুতই কাজ শুরু করবে ব্র্যাক।