লক্ষ্মী পূজা উপলক্ষে নওগাঁর ছোট যমুনা নদীতে নৌবিহারের আয়োজন করা হয়েছে। গতকাল রানীনগর উপজেলার কুজাইল বাজারে নৌবিহার দেখতে ভিড় জমায় দর্শনার্থীরা। তিন দিনব্যাপী এ মেলার প্রথম দিন রানীনগর, আত্রাই, নওগাঁ সদর, মান্দা ও মহাদেবপুর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে দেবী লক্ষ্মীর ভক্তরা প্রতিমা নিয়ে ছোট যমুনা নদীর কুজাইল পয়েন্টের দিকে আসে। সুসজ্জিত নৌকায় নেচে-গেয়ে নৌবিহার উদযাপন করে তারা।