নৌবিহার

লক্ষ্মী পূজা উপলক্ষে নওগাঁর ছোট যমুনা নদীতে নৌবিহারের আয়োজন করা হয়েছে।

লক্ষ্মী পূজা উপলক্ষে নওগাঁর ছোট যমুনা নদীতে নৌবিহারের আয়োজন করা হয়েছে। গতকাল রানীনগর উপজেলার কুজাইল বাজারে নৌবিহার দেখতে ভিড় জমায় দর্শনার্থীরা। তিন দিনব্যাপী এ মেলার প্রথম দিন রানীনগর, আত্রাই, নওগাঁ সদর, মান্দা ও মহাদেবপুর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে দেবী লক্ষ্মীর ভক্তরা প্রতিমা নিয়ে ছোট যমুনা নদীর কুজাইল পয়েন্টের দিকে আসে। সুসজ্জিত নৌকায় নেচে-গেয়ে নৌবিহার উদযাপন করে তারা।

আরও