আওয়ামী লীগ ছাড়া জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে না যারা এমনটি বলেন, তারা ফ্যাসিবাদের সমর্থক ছিলেন বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ভবিষ্যতে ক্ষমতায় আসা যেকোনো দল তরুণদের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হলে আওয়ামী লীগের মতোই একই পরিণতি ভোগ করবে।
আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের আওতায় আনা জরুরি। বিচার না হলে যারা তাদের পুনর্বাসনের কথা বলছেন, তারা ফ্যাসিবাদের রাজনীতিতে ইন্ধন দিচ্ছেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা, তা ৫ আগস্টের পর স্পষ্ট হয়েছে। তবে ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।
জুলাই বিপ্লবের লিখিত স্বীকৃতির জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। কর্মসূচিতে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে সিদ্ধিরগঞ্জের চিটাগং রোড ও সোনারগাঁয়ের কাঁচপুরে পথসভায় অংশ নেন হাসনাত আবদুল্লাহসহ অন্যান্য নেতারা।