পেরেকমুক্ত হলো রাবির গাছগুলো

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গাছ থেকে পেরেক ও সাইনবোর্ড অপসারণ করেছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গাছ থেকে পেরেক ও সাইনবোর্ড অপসারণ করেছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। গতকাল বেলা ১১টায় এ কর্মসূচি শুরু করেন তারা। এর আগে শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কণক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ কাজে আহ্বান জানান। তার পরিপ্রেক্ষিতে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এগিয়ে আসেন। ভবিষ্যতে কেউ যেন এমন কাজ না করে, সেজন্য সতর্কতামূলক নির্দেশনা জারি করা হবে বলে জানিয়েছেন আমিরুল ইসলাম কণক।

আরও