পিরোজপুরের ১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ ও চেক জালিয়াতিসহ একাধিক মামলায় এহসান গ্রুপের এক কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার নাজমুল ইসলাম খান (৪১) গ্রুপের অফিস সহকারী ছিলেন। সোমবার রাতে নাজমুল ইসলাম খানকে গ্রেফতার করা হয়।
পিরোজপুর সদর থানার ওসি আশিকুজ্জামান জানান, নাজমুল ইসলাম খান দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গ্রেফতারের পর গতকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এহসান রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান রাগীব আহসান ও তার বাবা, তিন ভাই এবং স্ত্রীসহ নাজমুল ইসলামের বিরুদ্ধে গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে একাধিক মামলা রয়েছে।