দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা পরিদর্শন ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বিএসএফের ইস্টার্ন কমান্ড কলকাতার বিশেষ মহাপরিচালক সোনালী মিশরা।
গতকাল সকাল ১০টায় তিনি হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় আসেন।এ সময় বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর ও জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি সীমান্তে দায়িত্বরত বিজিবির নারী সৈনিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। সেই সঙ্গে সীমান্তে দায়িত্বরত বিজিবির কর্মকাণ্ড সম্পর্কে অবগত হন। এরপর সীমান্তের শূন্য রেখার পাশে বিজিবির পক্ষ থেকে নির্মিত অস্থায়ী ক্যাম্পে দুই বাহিনীর মাঝে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর পর দুই বাহিনীর পক্ষ থেকে ক্রেস্ট ও মিষ্টি বিনিময় করা হয়। বৈঠক শেষে বিএসএফ কর্মকর্তা পুনরায় একই পথ দিয়ে ভারতে চলে যান। এ সময় সেখানে উভয় দেশের সীমান্ত রক্ষা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম বলেন, ‘ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের ইস্টার্ন কমান্ড কলকাতার বিশেষ মহাপরিচালক হিসেবে সম্প্রতি যোগদান করেছেন সোনালী মিশরা। তাই তার কর্মস্থলের আওতাধীন এলাকা পরিদর্শনের অংশ হিসেবে তিনি হিলি সীমান্তের ভারত অংশ পরিদর্শনে এসেছিলেন। সীমান্তের চেকপোস্ট গেট এলাকা পরিদর্শনে এলে আমরা বিজিবির পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। পরে আমাদের পক্ষ থেকে তাকে আপ্যায়ন করা হয়েছে। সে সঙ্গে দুই বাহিনী আমরা এক সঙ্গে বসে আলাপ-আলোচনা করেছি। মূলত এটি কোনো বৈঠক নয়, শুধু সৌজন্যস্বরূপ মিলিত হওয়া।’