রাজশাহীর
গোদাগাড়ী উপজেলার ইসমাইল হোসেন (৩০) নামে এক যুবক নিখোঁজ
রয়েছেন দীর্ঘদিন ধরে। তবে পরিবারের অভিযোগ, স্বর্ণ ব্যবসায়ী ইসমাইলকে গুম করেছে র্যাব। ঘটনার
আট বছর পর গুমের অভিযোগে
আদালতে মামলার আবেদন করেছেন তার স্ত্রী নাইস খাতুন। গতকাল দুপুরে গোদাগাড়ী থানার আমলি আদালতে মামলার আবেদন করেন তিনি। এতে ২০১৬ সালে র্যাব-৫-এর রেলওয়ে কলোনি
ক্যাম্পে কর্মরত সাতজনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন র্যাব-৫-এর তৎকালীন রেলওয়ে কলোনি ক্যাম্পের নায়েক সুবেদার শাহিনুর রহমান, এসআই দেবব্রত মজুমদার, দুলাল মিয়া, এএসআই কামাল হোসেন, ল্যান্স নায়েক মাহিনুর খাতুন, সিপাহি কহিনুর বেগম ও কনস্টেবল মনিরুল ইসলাম।
নাইসের আইনজীবী মাহমুদুর রহমান বলেন, ‘আদালতে মামলার আবেদন করা হয়েছে। আদালত বাদীর বক্তব্য শুনেছেন। আজ এ বিষয়ে আদেশ দিতে পারেন।’