নওগাঁয় তুলসীগঙ্গা নদীর প্রাণ ফেরাতে কচুরিপানা ও আবর্জনা পরিষ্কার অভিযান শুরু হয়েছে। গতকাল সকাল ১০টায় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে দেড় কিলোমিটার এলাকায় পরিষ্কার কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল। এতে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী ছাড়াও অংশ নেন শহরের সাত-আটটি সংগঠনের আড়াই শতাধিক স্বেচ্ছাসেবী। এর আগে সকাল সাড়ে ৯টায় যুব দিবসের তাৎপর্য তুলে ধরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।