চুয়াডাঙ্গায় গত এক দিনে তাপমাত্রা কমেছে ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। হিমেল হাওয়ায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, বৃহস্পতিবার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। এর দুই ঘণ্টা পর তাপমাত্রা আরো কমে দাঁড়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। এছাড়া আগামী কয়েক দিনে তাপমাত্রা আরো কমার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
গত ২৪ দিন ধরে তাপমাত্রা ধীরে ধীরে কমছে চুয়াডাঙ্গায়। তবে এক দিনের ব্যবধানে এমন বড় পতন জনজীবনে স্থবিরতা নিয়ে এসেছে। সকালে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে রোদের দেখা মিলেছে। তবে হিমেল বাতাসের কারণে স্বস্তি আসেনি। কর্মজীবী মানুষ শীতের তীব্রতায় স্বাভাবিক কাজকর্ম চালাতে হিমশিম খাচ্ছেন।