মাদারীপুরে
বিভিন্ন সময় ২০০ মোটরসাইকেল জব্দ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রাইভেট কার, মাইক্রোবাস, পিকআপ ও ট্রাকও রয়েছে
জব্দ তালিকায়। নিলাম না হওয়ায় এসব
গাড়ি পড়ে রয়েছে পুলিশ লাইন, থানা ও আদালত চত্বরে।
বছরের পর বছর পড়ে
থাকায় নষ্ট হচ্ছে দামি গাড়ি। চুরি হয়ে যাচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। দ্রুত মালিকানাবিহীন এসব যানবাহনের নিলাম প্রক্রিয়া শেষ করা দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। তবে পুলিশের দাবি, জব্দ করা যানবাহনের তালিকা আদালতে পাঠানো হয়েছে। সিদ্ধান্ত এলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
শিবচর থানা কমপ্লেক্সে সরজমিনে দেখা গেছে, ভেতরে সারিবদ্ধভাবে রাখা আছে জব্দ করা বিভিন্ন যানবাহন। ঘাস আর লতাপাতায় ঢেকে আছে কোনোটি। আবার কোনোটির যন্ত্রাংশ নেই। বিভিন্ন সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে জব্দ হওয়া এসব যানবাহন নষ্ট হচ্ছে অযত্ন-অবহেলায়।
একই অবস্থা সদর মডেল থানার ভেতরেরও। বিভিন্ন মামলা আর অভিযানে জব্দ হওয়া এসব যানবাহনের মালিকানা না থাকায়, থানার ভেতরেই পড়ে থাকছে বছরের পর বছর।
মাদারীপুর আদালতের আইনজীবী অ্যাডভোকেট আবুল হাসান বলেন, ‘জব্দ হওয়া যানবাহনগুলো নষ্ট হচ্ছে। আদালতের মাধ্যমে নিলাম হলে সরকারের রাজস্ব বাড়বে। দীর্ঘদিনেও নিলাম না হওয়ায় এগুলো নষ্ট হচ্ছে। জব্দ হওয়া গাড়ির তালিকা প্রস্তুত করা হয় পুলিশের মাধ্যমে। এর মধ্যে মালিকাবিহীন যানবাহনগুলো বিক্রির জন্য নিলামে দেয়া উচিত।’
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, ‘এসব যানবাহনের বিরুদ্ধে মামলা চলমান থাকায় নিলামেও তোলা যায় না। তবে মালিকানাবিহীন যানবাহনগুলোর নিলামের জন্য অনুমতি চেয়ে আদালতের কাছে আবেদন করা হয়। আদালতের সিদ্ধান্তে নেয়া হয় আইনি ব্যবস্থা।’