পণ্যের বাজারে শৃঙ্খলা ফেরাতে চুয়াডাঙ্গার দামুড়হুদায় তদারক করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল উপজেলার দেওলী বাজার ও দশমীপাড়ায় অভিযান পরিচালনা করেছে সংস্থাটি। এ সময় অসংগতি থাকায় দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, ভাউচার সংরক্ষণ ও দামের তালিকা প্রদর্শন করতে বলা হয়। বিতরণ করা হয়েছে সচেতনতামূলক লিফলেট।