রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক হিসেবে প্রথমবারের মতো সেনা কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানকে নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়। পরিচালক হিসেবে সেনা কর্মকর্তা নিয়োগ হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা মিলবে বলে মনে করেন সেবাপ্রত্যাশীরা।
সচেতন নাগরিকরা বলছেন, রংপুর বিভাগের মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তির অন্যতম কেন্দ্রস্থল এ হাসপাতাল। দীর্ঘদিন অব্যবস্থাপনা, সিন্ডিকেট এবং সুযোগসন্ধানীদের কারণে রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয়ে আসছে। রংপুরবাসীর দাবি ছিল এখানে যেন সেনাবাহিনী থেকে দক্ষ, যোগ্য ও অভিজ্ঞ পরিচালক নিয়োগ দিয়ে হাসপাতাল ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়।
১০ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রমেক হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় রোগী ও স্বজনের বিভিন্ন অভিযোগ পেয়ে ১২ আগস্ট হাসপাতালের পরিচালক মোহাম্মদ ইউনুস আলীসহ চার কর্মকর্তাকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়।