অস্ত্রসহ আটক

কুমিল্লায় যৌথ অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী ও র‌্যাব। নগরী ও সদর দক্ষিণ উপজেলায় পরিচালিত অভিযানে নয়জনকে আটক করা হয়েছে।

কুমিল্লায় যৌথ অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী ও র‌্যাব। নগরী ও সদর দক্ষিণ উপজেলায় পরিচালিত অভিযানে নয়জনকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, মাদক উদ্ধার করা হয়। গতকাল ভোরে সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুর এলাকা থেকে মো. রুবেল (৩৬) নামে একজনকে আটক করা হয়। পরে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো আটজনকে আটক করা হয়।

আরও