ভোলায় ডেঞ্জার জোনে ট্রলারে যাত্রী পারাপার, আটক ২

ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে ডেঞ্জার জোনে যাত্রী পারাপারের সময় মমতা নামে একটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড।

ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে ডেঞ্জার জোনে যাত্রী পারাপারের সময় মমতা নামে একটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় ট্রলারচালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। গতকাল দুপুরে ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলাউদ্দিনের ছেলে মো. সবুজ ও একই উপজেলার মো. কামালের ছেলে মো. সুমন। তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা এবং জব্দ ট্রলার কোস্টগার্ডের হেফাজতে আনা হয়েছে।  এর সি-সার্ভের সনদও ছিল না।

কোস্টগার্ড ইলিশা কনটিনজেন্ট কমান্ডার সোলাইমান হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আটক দুজনকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম উদ্দিন ১৫ হাজার টাকা জরিমানা করেন।  

উল্লেখ্য, ১৫ মার্চ-১৫ অক্টোবর পর্যন্ত ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুটকে ডেঞ্জার জোন হিসেবে ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এ রুটে সি-সার্ভে সনদ ছাড়া সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এর পরও কিছু অসাধু লোক নিষেধাজ্ঞা অমান্য করে ছোট ছোট ট্রলারে করে যাত্রী পারাপার করে আসছেন। ঘটছে দুর্ঘটনা।

আরও