ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে ডেঞ্জার জোনে যাত্রী পারাপারের সময় মমতা নামে একটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় ট্রলারচালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। গতকাল দুপুরে ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলাউদ্দিনের ছেলে মো. সবুজ ও একই উপজেলার মো. কামালের ছেলে মো. সুমন। তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা এবং জব্দ ট্রলার কোস্টগার্ডের হেফাজতে আনা হয়েছে। এর সি-সার্ভের সনদও ছিল না।
কোস্টগার্ড ইলিশা কনটিনজেন্ট কমান্ডার সোলাইমান হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আটক দুজনকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম উদ্দিন ১৫ হাজার টাকা জরিমানা করেন।
উল্লেখ্য, ১৫ মার্চ-১৫ অক্টোবর পর্যন্ত ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুটকে ডেঞ্জার জোন হিসেবে ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এ রুটে সি-সার্ভে সনদ ছাড়া সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এর পরও কিছু অসাধু লোক নিষেধাজ্ঞা অমান্য করে ছোট ছোট ট্রলারে করে যাত্রী পারাপার করে আসছেন। ঘটছে দুর্ঘটনা।