মাদক সম্পৃক্ততার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে চারজন বিশ্ববিদ্যালয় থেকে এবং একজনকে হল থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়। গতকাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এবং শৃঙ্খলা বোর্ডের সদস্য সচিব অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।