পিরোজপুরে ফয়সাল আকন নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত ফয়সালকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনায় স্থানান্তর করেছেন। ফয়সাল মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ পিরোজপুর জেলা কমিটির সভাপতি। হামলাকারীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।