‘ভিক্ষা নয় অধিকার চাই, কৃষক পরিবারের দাবির পূর্ণতা চাই’ স্লোগানে ঝিনাইদহে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শহরের শিশু একাডেমি মিলনায়তনে কৃষক পরিবারের ব্যানারে এ সমাবেশ হয়। সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-নবীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্টি চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া ও জেলা ড্রাগনচাষী কল্যাণ সমিতির সভাপতি টিপু সুলতান। দিনব্যাপী সমাবেশে ৩৫০ কৃষক অংশ নেন।