রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারীরা প্রশাসনিক ভবনে তালা দিয়ে দুই উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষসহ প্রায় ২৫০ জন কর্মকর্তা-কর্মচারীকে প্রায় ১২ ঘণ্টা অবরুদ্ধ করে রেখেছিলেন। এ ঘটনায় তদন্তের জন্য ১২ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদারের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক প্রফেসর এফ নজরুল ইসলামকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২ জানুয়ারি সকাল ১০টায় আন্দোলনকারীরা প্রশাসন ভবনে তালা দেন। এতে দুই উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষসহ প্রায় ২৫০ জন কর্মকর্তা-কর্মচারী ভেতরে অবরুদ্ধ হন। পরে রাত ১০টার দিকে পোষ্য কোটা বাতিলের ঘোষণা দিলে আন্দোলনকারীরা তালা খুলে দেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, অবরুদ্ধ অবস্থায় ভবনের ভেতরে অসুস্থ রোগী, নফল রোজাদার ও সন্তানসম্ভাবা নারীসহ অনেকে ছিলেন। আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগও রয়েছে। অফিসার সমিতি, জাতীয়তাবাদী সহায়ক কর্মজীবী পরিষদ ও সহায়ক কর্মচারী পেশাজীবী ফোরাম এ ঘটনার নিন্দা জানিয়ে আইনগত, প্রশাসনিক ও একাডেমিক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে।
পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলনে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার জানান, ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই তারা এই দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন। কিন্তু দাবি না মানায় তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হন।