বয়সসীমা শিথিল করে শূন্যপদের বিপরীতে চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়েছেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকোর) শ্রমিকরা। গতকাল কর্মবিরতির ষষ্ঠ দিনে ফরিদপুরে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আরো ১৫ জেলার শ্রমিকরা যোগ দেন। তারা জানান, বিদ্যুৎ সংযোগ নিরবচ্ছিন্ন রাখতে যেখানে ৪ হাজার শ্রমিক প্রয়োজন, সেখানে ৪৮৫ জন কাজ করছেন। তার পরও শ্রমের কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না। সংকট ও বৈষম্য দূর না হলে কর্মসূচি প্রত্যাহার হবে না বলেও জানান তারা।