রাজবাড়ীতে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ‘জুলাইয়ের প্রেরণা-দিতে হবে ঘোষণা’ স্লোগান সামনে রেখে গতকাল সকালে জেলা শহরের বড়পুল এলাকা থেকে লিফলেট বিতরণ শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় বড়পুলসহ আশপাশ এলাকার দোকানদার, বিভিন্ন যানবাহনের চালক ও পথচারীর হাতে লিফলেট তুলে দেন তারা। এ সময় শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ করতে হবে।