সড়ক দুর্ঘটনায় ১০ জেলায় ১৪ জনের প্রাণহানি

সড়ক দুর্ঘটনায় ১০ জেলায় ১৪ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে রাজধানীর পল্টন ও ধামরাইয়ে তিনজন, ময়মনসিংহ ও গাজীপুরে চারজন নিহত হয়েছেন।

সড়ক দুর্ঘটনায় ১০ জেলায় ১৪ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে রাজধানীর পল্টন ও ধামরাইয়ে তিনজন, ময়মনসিংহ ও গাজীপুরে চারজন নিহত হয়েছেন। এছাড়া সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, রাজশাহী, সিলেট, লালমনিরহাট ও চট্টগ্রামে আরো সাতজন প্রাণ হারিয়েছেন। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জে বালিবাহী গাড়িচাপায় হাবিব (৫) নামে এক শিশু নিহত হয়েছে। এছাড়া মাহেন্দ্র উল্টে শাহজাহান (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিব উপজেলার রাজিবপুর ইউনিয়নের ভাটিচর নওপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে এবং শাহজাহান একই ইউনিয়নের মাইজহাটি চরপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে।

পুলিশ জানায়, সকালে উপজেলার ভাণ্ডারি বাজার থেকে বালিভর্তি দুটি গাড়ি জিগাতলা বাজারের দিকে আসছিল। এ সময় হাবিব স্কুলে যাচ্ছিল। বাড়ির পাশেই গাড়িচাপা পড়ে সে মারা যায়।

অন্যদিকে শাহজাহান মাহেন্দ্রযোগে কিশোরগঞ্জ থেকে ঈশ্বরগঞ্জে ফিরছিলেন। পথে কিশোরগঞ্জ সদরের মহিনন্দ নামক স্থানে মাহেন্দ্রটি উল্টে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গাজীপুর: শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত হয়েছেন। গতকাল উপজেলার নতুন বাজার ও বাংলাবাজারে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শেরপুরের নালিতাবাড়ীর মণ্ডালিয়াপাড়া গ্রামের মোছা. বিলকিস আক্তার ও গাজীপুর সিটি করপোরেশনের বাহাদুরপুরের নির্মল সরকারের ছেলে নিলয় সরকার।

স্থানীয়রা জানান, বিলকিস আক্তার স্থানীয় ট্রাস্ট নিটওয়্যার ইন্ডাস্ট্রিজ কারখানায় অপারেটরের কাজ করতেন। সকালে কারখানায় যাওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সদর থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, সকাল ৭টার দিকে মোটরসাইকেলে রাজেন্দ্রপুর যাচ্ছিলেন নিলয়। পথে একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঢাকা: রাজধানীর পল্টনে বাস ও ট্রাকের সংঘর্ষে জাকির হোসেন ভুইয়া (৫৪) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকির মার্কেন্টাইল ব্যাংকের নোয়াখালী সেনবাগ শাখার ম্যানেজার। তার বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলায়। পরিবার নিয়ে তিনি রাজধানীর বাড্ডার ব্র্যাক ইউনিভার্সিটির পাশের এলাকায় থাকতেন।

এছাড়া ধামরাইয়ে ইটবোঝাই ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। গতকাল ভোরে ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পিকআপচালক কাঞ্চন (২৩)। তিনি জামালপুর সদরের শিলিকুরিয়া গ্রামের আনিস মিয়ার ছেলে। অন্যজন পিকআপের হেলপার আশরাফুল (১৯)। তিনি নেত্রকোনা জেলার বারহাট্টার রোদনুর গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।

সাভার হাইওয়ে থানার ওসি সাওগাতুল আলম জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দেয়া হয়েছে। ইটবোঝাই ট্রাকটিও জব্দ করা হয়েছে।

সিরাজগঞ্জ: হাটিকুমরুলে ট্রাকচাপায় মেনহাজ উদ্দিন (২৮) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল বিকালে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল গোল চত্বরের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান সলঙ্গার গোলকপুর গ্রামের জমশের আলী ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই শাহ আলম জানান, হাটিকুমরুল গোল চত্বর থেকে মেনহাজ উদ্দিন মোটরাসাইকেলে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। হাটিকুমরুল পুরনো হাইওয়ে থানার পাশে বাসস্ট্যান্ডের কাছে পৌঁছলে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই মেহেদী হাসান মারা যান।

ব্রাহ্মণবাড়িয়া: সরাইলে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। গতকাল সকাল ৮টার দিকে উপজেলার শান্তিনগর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত জমির আলী (৬০) সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের জাফরগঞ্জ গ্রামের সুলতান মিয়ার ছেলে।

কক্সবাজার: টেকনাফে মেরিন ড্রাইভে ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে উপজেলা নির্বাচন অফিসের এক কর্মচারী নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টায় বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই লক্ষ্মণ চন্দ্র বর্মণ। নিহত মো. আব্দুর রহমান (৪০) উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের সাবেক রুমখাঁ আলীপাড়ার আব্দুল গফুরের ছেলে। তিনি টেকনাফ উপজেলা নির্বাচন কার্যালয়ের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

রাজশাহী: মোহনপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে আব্দুর রহিম (৪৮) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। গতকাল বেলা ২টার দিকে মোহনপুর একদিলতলা হাটের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম বগুড়ার আদমদিঘী উপজেলার গোড়গ্রাম গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি আদমদিঘী উপজেলার সান্তাহার জিএম আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। নওগাঁ সদর উপজেলার কেডির মোড়ে ভাড়া বাসায় থাকতেন তিনি।

মোহনপুর থানার ওসি আব্দুল হান্নান জানান, আব্দুর রহিম রাজশাহী শিক্ষা বোর্ডে এসেছিলেন। দুপুরে তিনটি মোটরসাইকেলে ছয়জন শিক্ষক নওগাঁয় ফিরছিলেন। পথে মোহনপুরের একদিলতলায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে আব্দুর রহিমের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনিসহ অন্য আরোহী গুরুতর আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন।

সিলেট: ট্রাকচাপায় কবির হোসেন (১৮) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল বেলা ২টার দিকে কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সেবা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কবির হোসেন উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ ঢালারপাড় গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।

লালমনিরহাট: পাটগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষে আবুল কালাম (৪৮) নামে এক আরোহী নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ধবলসতী রহমানপুর হাজীগঞ্জ কলতাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কালাম উপজেলার পানবাড়ীর আফজাল হোসেনের ছেলে। পাটগ্রাম থানার ওসি আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম: সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. ইমরুল হক (৪৮) নামে পল্লী বিদ্যুতের এক কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ছোট দারোগারহাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইমরুল হকের বাড়ি খাগড়াছড়ি জেলায়। তিনি মিরসরাই উপজেলার নিজামপুর পল্লী বিদ্যুৎ অফিসের লাইন টেকনিশিয়ান ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। মোটরসাইকেল করে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

আরও