রাজশাহী রেলস্টেশনে যাত্রীদের হয়রানি, টিকিট কালোবাজারিসহ বিভিন্ন অভিযোগ তদন্তে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করেন দুদক কর্মকর্তারা। গতকাল দুপুরে দুদকের সহকারী পরিচালক আমির হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে। স্টেশন সুপারের কক্ষে টিকিট, যাত্রীসেবা, কুলিদের ভাড়াসংক্রান্ত অনিয়ম এবং সেবাসংক্রান্ত কর্মীদের ডেকে সতর্ক করেন তারা। ঈদ সামনে রেখে সেবার মান ঠিক রাখার তাগিদ দেন দুদক কর্মকর্তারা।