সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ ভুঁইয়া কক্সবাজারে গ্রেফতার

সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ ভুঁইয়াকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে হোটেল দি কক্সটুডের একটি কক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।

পুলিশ সুপার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজারের অভিজাত হোটেল দি কক্সটুডেতে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ ভুঁইয়াকে গ্রেফতার করা হয়। তিনি রুপগঞ্জ থানায় হত্যাসহ বেশ কয়েকটি মামলার এজাহারনামীয় আসামি।

তিনি আরো জানান, কক্সবাজারে পরবর্তী কার্যক্রম শেষে তাকে রুপগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

আরও