মশাল মিছিল

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া কমানোর দাবিতে মশাল মিছিল করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম।

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া কমানোর দাবিতে মশাল মিছিল করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। বঙ্গবন্ধু সড়ক ও কেন্দ্রীয় বাস টার্মিনাল প্রদক্ষিণের পর কালীর বাজার হয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে মিছিলটি শেষ হয়। এ সময় বাস ভাড়া ৫৫ থেকে কমিয়ে ৪৫ টাকা নির্ধারণের দাবি জানান সংগঠনের নেতারা। অন্যথায় আগামীকাল আধাবেলা হরতাল পালনের ঘোষণা দেন তারা।

আরও