অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে গতকাল লন্ডনে একটি দীর্ঘ বৈঠক হয়। বিভিন্ন বিষয় নিয়ে একান্তেও কথা বলেন দুই নেতা। আগামী রমজানের আগেই নির্বাচন আয়োজনের সম্ভাবনা এবং কাঙ্ক্ষিত সংস্কার ও জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাযজ্ঞের বিচারের অগ্রগতির প্রতিশ্রুতি আসে বৈঠক-পরবর্তী যৌথ বিবৃতিতে। আর এ বৈঠক ও আলোচনা নিয়ে বণিক বার্তার কাছে প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন দলের শীর্ষ নেতারা—
নির্বাচনের বিষয়ে এ বৈঠক সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি আস্থাপূর্ণ জায়গা তৈরি করবে। এ ভরসার জায়গা সৃষ্টি হওয়ায় সংস্কারের বিষয়ে দলগুলো আরো মনোযোগী হয়ে ঐকমত্যের ভিত্তিতে তা বাস্তবায়নে ভূমিকা রাখবে। সামগ্রিকভাবে এ বৈঠক অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা আলোচনা করে সমস্যাগুলো সমাধানের জন্য শুরু থেকেই আমরা বলেছিলাম। কিন্তু তা না হওয়ায় কিছু সমস্যা সৃষ্টি হয়েছিল। এছাড়া আগামী রমজানের আগে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়ে বলেছিলাম, রমজানের পর নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি বাস্তবসম্মত হবে না। তবে লন্ডনের বৈঠকে প্রধান উপদেষ্টার অবস্থানকে আমরা ইতিবাচকভাবে দেখছি।
—প্রধান সমন্বয়কারী, গণসংহতি আন্দোলন