রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় কোটা বাতিলের দাবি পর্যালোচনায় একটি রিভিউ কমিটি গঠন করা হয়েছে। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সম্প্রতি কোটা বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন। সার্বিক বিষয় পর্যালোচনার জন্য একটি রিভিউ কমিটি গঠন করা হয়েছে।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় রাবির ভর্তি পরীক্ষায় কোটা অনুসরণের হার তুলনামূলক বেশি। গত তিন বছরের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২১-২২ শিক্ষাবর্ষে ৬২১টি, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ৫৩৭টি ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৫৩৪টি আসন বিভিন্ন কোটায় বরাদ্দ ছিল।