রাবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ও মার্কেটিং বিভাগের মধ্যকার আন্তঃবিভাগ ফুটবল খেলায় স্লেজিংকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ও মার্কেটিং বিভাগের মধ্যকার আন্তঃবিভাগ ফুটবল খেলায় স্লেজিংকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আইন বিভাগের শিক্ষক মো. মাহফুজুর রহমান এবং দুই বিভাগের অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন।

সংঘর্ষের খবর সংগ্রহ করার সময় মারধরের শিকার হয়েছেন বণিক বার্তার রাবি প্রতিনিধি আবু সালেহ শোয়েব। খবর সংগ্রহের সময় মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা তার ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করতে বাধ্য করেন এবং আইডি কার্ড ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ করেন তিনি। এ সময় আরো কয়েকজন সাংবাদিকের ওপর হামলা হয়েছে।

শোয়েব জানান, আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের একটি ম্যাচ খেলা শেষে দুই পক্ষের কিছু শিক্ষার্থী বাকবিতণ্ডায় জড়ান। পরে তাদের মধ্যে ইট-পাটকেল ছোড়াছুড়ি এবং লাঠিসোঁটা নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আইন বিভাগের শিক্ষক মাহফুজুর রহমান এবং ওই বিভাগের তানজিল ও তোফায়েলসহ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

পরে বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। এ সময় ভাংচুর করা হয় মার্কেটিং বিভাগের সভাপতির গাড়িও।

আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাঈদা আঞ্জু বলেন, ‘আহত শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে আমি এখন রাজশাহী মেডিকেল কলেজে আছি। আমাদের শিক্ষকসহ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।’ অন্যদিকে ব্যস্ততার জন্য সংঘর্ষের বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. নুরুজ্জামান।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম বলেন, ‘ফুটবল খেলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা হয়েছে। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। আমরা উত্তেজনা প্রশমনের চেষ্টা করছি।’

আরও