রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষণা পুকুরের মাছ চুরি

শুক্রবার রাতে গবেষণার ঘের থেকে দুটি খাঁচার মাছ চুরি হয়। এতে গুণগত মানের গবেষণায় জটিলতা সৃষ্টি হয়েছে। তবে এবারই প্রথম নয়। এর আগেও প্রহরীকে হুমকি দিয়ে এসব পুকুরের মাছ চুরি হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গবেষণা পুকুরের মাছ চুরি হয়েছে। এতে গবেষণায় জটিলতা সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার (১০ নভেম্বর) এমন অভিযোগ তুলেছেন ফিশারিজ বিভাগের অধ্যাপক মাহবুবুর রহমান। তিনি পুকুরটিতে মাছ চাষের গবেষণার দায়িত্বে ছিলেন।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবন সংলগ্ন ফিশারিজ গবেষণা পুকুরে আটটি খাঁচায় মোট ২৪ কেজি তেলাপিয়া মাছের ওপর গবেষণা চলছিল। শুক্রবার রাতে গবেষণার ঘের থেকে দুটি খাঁচার মাছ চুরি হয়। এতে গুণগত মানের গবেষণায় জটিলতা সৃষ্টি হয়েছে। তবে এবারই প্রথম নয়। এর আগেও প্রহরীকে হুমকি দিয়ে এসব পুকুরের মাছ চুরি হয়েছে। তবে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কার্যকরী কোনো পদক্ষেপ দেখা যায়নি।

অধ্যাপক মাহবুবুর রহমান বণিক বার্তাকে বলেন, তেলাপিয়া মাছে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিডের অনুপাতের ওপর কমার্শিয়াল ফিডের প্রভাব নিয়ে গবেষণা চলছিল। আর কিছুদিন হলে গবেষণাটি শেষ হতো। এর মধ্যেই মাছ চুরি হলো।

মাছ চুরির বিষয়ে তিনি আরো বলেন, গত বছরও গবেষণার শুরুর দিকেই এমন ঘটনা ঘটেছিল। এভাবে ক্যাম্পাস অরক্ষিত হলে গবেষণা করা তো সম্ভব হবে না। বিষয়টি সমাধানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কার্যকরী পদক্ষেপ প্রত্যাশা করি।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দিন খান বলেন, গবেষণা পুকুর থেকে মাছ চুরির ঘটনা খুবই দুঃখজনক। বিষয়টি খোঁজখবর নিয়ে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

এর আগে, গত ২৭ আগষ্ট এবং ৯ জুন দিবাগত রাতে কৃষি অনুষদ ভবনসংলগ্ন মৎস গবেষণা পুকুর থেকে গভীর রাতে মাছ চুরির চুরির ঘটনা ঘটে।

আরও