খুলনায় স্বাভাবিক হচ্ছে জনজীবন

বিভাগীয় শহর খুলনায় জনজীবন অনেকটাই স্বাভাবিক হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনকে ঘিরে অচল খুলনা একটু একটু করে সচল হয়েছে।

বিভাগীয় শহর খুলনায় জনজীবন অনেকটাই স্বাভাবিক হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনকে ঘিরে অচল খুলনা একটু একটু করে সচল হয়েছে। খুলে দেয়া হয়েছে তৈরি পোশাক কারখানা, অফিস, আদালত ও ব্যাংক-বীমা, বিপণিবিতানসহ বিভিন্ন প্রতিষ্ঠান। আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন স্থানে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে রয়েছে সেনাবাহিনীর টহল। শহরের বিভিন্ন স্থানে দেয়ালে গ্রাফিতি এঁকেছেন শিক্ষার্থীরা। রঙতুলি হাতে দেয়ালে দেয়ালে সাম্প্রতিক আন্দোলনের নানা স্লোগান ফুটিয়ে তুলেছেন তারা।

সরেজমিন শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, শুক্র ও শনিবার ছুটির দিনেও বিভিন্ন বিপণিবিতান খোলা ছিল। জনসাধারণের ভিড় ছিল। যান চলাচলও বেড়েছে। চলাচল করছে দূরপাল্লার যানবাহন। গত কয়েক দিন শহরে থমথমে অবস্থা বিরাজ করলেও বৃহস্পতিবার থেকে মানুষ ঘর থেকে বের হতে শুরু করে। গতকাল শহরের বড়বাজার, নতুনবাজার, গল্লামারী বাজার, নিউমার্কেট, বয়রা বাজার, দৌলতপুর বাজার, শেখপাড়া বাজার, মিস্ত্রীপাড়া বাজারের ভোগ্যপণ্যের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা দোকানপাট খুলেছেন। শহরের কদমতলার গুদাম ও আড়তগুলো খুলেছে। শুরু হয়েছে বেচাকেনা। ব্যাংক-বীমা প্রতিষ্ঠানে ভিড় দেখা গেছে। অভিজাত বিপণিবিতানের ব্যবসায়ীরা বলছেন, শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতির কারণে প্রায় এক মাস ব্যবসা-বাণিজ্য নেই তাদের। এ লোকসান পুষিয়ে নিতে কয়েক মাস লেগে যাবে। 

একে স্বাগত জানিয়ে ক্রেতা-বিক্রেতারা বলছেন, পণ্যের দাম নিয়ন্ত্রণে প্রয়োজন কার্যকর পদক্ষেপ। আর ব্যবসায়ীরা বলছেন, এতে পরিবহন খরচ কমানোর পাশাপাশি সরবরাহ বাড়বে বাজারে। মাহাবুব আলম, সিহাব উদ্দিন, কামাল হোসেনসহ কয়েকজন জানান, শিক্ষার্থীরা যা করে দেখাচ্ছে, সত্যি তা অনুকরণীয়। তরুণদের এমন উদ্যোগে এগিয়ে যাবে দেশ।

অন্যদিকে, ১১ দফা দাবিতে অনড় অবস্থানে খুলনার পুলিশ সদস্যরা। দাবি পূরণের পরই তারা কাজে ফিরবেন বলে জানিয়েছেন। তারা বলছেন, নিজেদের নিরাপত্তা নিয়ে আমরা চিন্তিত। কাজে যোগ দিতে সাহস পাচ্ছি না। 

পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন আগামী বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যদের কাজে যোগ দেয়ার কথা বলেছেন। খুব শিগগিরই তারা জনসাধারণের নিরাপত্তায় কাজ শুরু করবেন। 

আরও