চট্টগ্রামের মিরসরাইয়ে রাবেয়া খাতুন (৬৫) নামের মানসিক ভারসাম্যহীন এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাবেয়া খাতুন সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের মুরাদপুর গ্রামের মুসা মিয়ার মেয়ে। গতকাল দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফেবো ফিলিং স্টেশনের পাশের একটি জমি থেকে এ নারীর মরদেহ উদ্ধার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ বাড়ি এনে দাফনের প্রস্তুতি চলছে।