চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

চুয়াডাঙ্গায় পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী ও জীবননগর উপজেলার কর্চ্চাডাঙ্গা গ্রামে এ দুটি দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন, জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের কর্চ্চাডাঙ্গা গ্রামের আব্দুল্লাহ গাজীর মেয়ে রাফিয়া খাতুন (৪) ও সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হরিশপুর গ্রামের হাটপাড়ার নাজিম উদ্দিনের ছেলে আলমসাধু চালক সেলিম (২৫)।

জীবননগর উপজেলার শাহাপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ মেহেদী এ তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর রাস্তার ওপর খেলছিল শিশু রাফিয়া। এ সময় একটি দ্রুতগতির শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধু ধাক্কা দিলে ঘটনাস্থলেই রাফিয়ার মৃত্যু হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে সুরতহাল প্রতিবেদন শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

অপরদিকে, চুয়াডাঙ্গা সদর উপজেলা বেগমপুর ইউনিয়নের হরিশপুর গ্রামের নাজিম উদ্দীনের ছেলে সেলিম ডিঙ্গেদহ বাজার থেকে প্রয়োজনীয় কাজ শেষ বাড়িতে আসার পথে হিজলগাড়ী মাদ্রাসার অদূরে দ্রুতগতির শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক সেলিম নিহত হন।

দুর্ঘটনার সংবাদ পেয়ে হিজলগাড়ী ক্যাম্প পুলিশের এএসআই আমিরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

হিজলগাড়ী ক্যাম্প পুলিশের ইনচার্জ আমিরুল ইসলাম আরো বলেন, হিজলগাড়ী-নেহালপুর গ্রামের মাঝামাঝি এল ব্লকের নিকট চলন্ত আলমসাধু উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক সেলিম হোসেনের মৃত্যু হয়।

আরও