প্রথম বাংলাদেশ উচ্চশিক্ষা সম্মেলন ২০২৪

প্রশ্নপদ্ধতি নিয়ে ইভ্যালুয়েশন ও কাজ করা দরকার

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. এম লুৎফর রহমান বলেছেন, বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়ন সম্ভব কিছু বিষয়ে গুরুত্ব দেয়া প্রয়োজন। শিক্ষকরা অনেক সময়ই ক্লাস ঠিকমতো নেয় না, যে প্র‍্যাক্টিসটা পরিবর্তন করতে কাজ করা দরকার। প্রশ্নপদ্ধতি নিয়েও ইভ্যালুয়েশন ও কাজ করা দরকার। এমন প্রশ্ন করতে হবে যা সিম্পল ও বুঝতে সহজ হলেও টাস্কটা/উত্তরটা যথেষ্ট কঠিন হবে, জ্ঞান না থাকলে উত্তর দেয়া যাবে না।

আজ রোববার (২২ ডিসেম্বর) শুরু হয়েছে বণিক বার্তা আয়োজিত প্রথম বাংলাদেশ উচ্চশিক্ষা সম্মেলন ২০২৪। সকাল ১০টা ১৫ মিনিটে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এ সম্মেলনের শুরু হয়।

শুরুতে রাখা বক্তব্যে ড. এম লুৎফর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়গুলো থেকে শিক্ষার্থী কর্মক্ষেত্রে যাওয়ার সময় তাদের তৈরি করতে ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু রাখা দরকার। আমার বিশ্ববিদ্যালয়ে আমি অনেক চেষ্টার পর বিষয়টি সম্ভব করতে পেরেছি। গবেষণা বা রিসার্চ এর পেছনেও গুরুত্ব দেয়া প্রয়োজন। মানসম্পন্ন রিসার্চ বলতে সহজ হলেও বাস্তবে করা যথেষ্ট কঠিন। এরপর আসবে র‍্যাংকিং। বাংলাদেশের অল্প কিছু বিশ্ববিদ্যালয়ই আন্তর্জাতিক র‍্যাংকিং এ স্থান পায় যেখানে অন্যদেরও আসা প্রয়োজন। আমার মতে এই জায়গায় ইউজিসির অনেক কাজ করার আছে। বিশ্ববিদ্যালয়ে থাকা সবগুলো বিষয় বা প্রোগ্রাম এক্রিডেশনের মাঝে আনার জন্য কাজ করা উচিত। এই এক্রিডেশন পাওয়ার জন্য সরকারি এক্রিডেশন কাউন্সিল এর বিভিন্ন ক্রাইটেরিয়া সম্পন্ন করতে হয়। এই দিকে নজর দেয়া উচিত বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রাম সংক্রান্ত সংগঠনগুলোর।

আরও