সদ্য অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছেন পরাজিত এক প্রার্থী। ভোটের ফল বাতিল করে পুনরায় গণনার দাবিও জানিয়েছেন তিনি। গতকাল দুপুরে হরিপুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবিব জানান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোছা. মোকাররমা চৌধুরী। তিনি হাঁস প্রতীকে ৮ মে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গ্রহণ শেষে ফল শিটে পোলিং এজেন্টের স্বাক্ষর না নেয়া, অধিকাংশ ফল শিটে ঘষামাজা ও কারচুপিসহ সুকৌশলে তাকে পরাজিত করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।