ছাত্র-জনতার আন্দোলনে নিহত

ময়নাতদন্তের জন্য তোলা হয়েছে হৃদয়ের মরদেহ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে নিহত মো. হৃদয়ের (২৭) মরদেহ তিন মাস পর কবর থেকে তোলা হয়েছে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে নিহত মো. হৃদয়ের (২৭) মরদেহ তিন মাস পর কবর থেকে তোলা হয়েছে। আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য গতকাল মরদেহ তোলার পর নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেন।

২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বাসায় ফেরার পথে সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন হৃদয়। পরে ময়নাতদন্ত ছাড়াই মিজমিজি পাইনাদী করবস্থান তাকে দাফন করা হয়। এ ঘটনায় নিহত হৃদয়ের মা রিতা বাদী হয়ে ২১ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর নুর উদ্দিনসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেন জানান, আদালতের নির্দেশে হৃদয়ের মরদেহ উত্তোলন করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর হৃদয়ের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরও