নয় দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সারা দেশে বিক্ষোভ
কর্মসূচির অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও ক্যাম্পাস সংলগ্ন
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এছাড়া ২৪ ঘণ্টার
মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেয়ার দাবি জানিয়েছেন তারা।
এদিকে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলায় মদদ দেয়া এবং তাদের নিরাপত্তা
দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবাঞ্চিত করে সংবাদ
সম্মেলন করেছেন নিপীড়নের বিরুদ্ধে শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলনরত শিক্ষকরা। শনিবার
(৩ আগস্ট) সংবাদ সম্মেলনে তারা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেয়াসহ চারটি দাবি জানিয়েছেন।
হল খুলে দেয়ার
দাবিতে স্মারকলিপি প্রদান: অবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক
হলগুলো খুলে দেয়ার দাবিতে স্মারকলিপি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে
আন্দোলনকারী শিক্ষার্থীরা। শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার
আবু হাসান বরাবর এ স্মারকলিপি দেন তারা।
বিশ্ববিদ্যালয়
প্রশাসনকে অবাঞ্চিত ঘোষণা করল ‘শিক্ষক সমাজ’: শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলায়
মদদ দেওয়া এবং তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবাঞ্ছিত
ঘোষণা করেছেন নিপীড়নের বিরুদ্ধে শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলনরত শিক্ষকরা। শনিবার
বিকালে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদ ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে
তারা এ ঘোষণা দেন।
এ সময় শিক্ষকরা চার দফা দাবি জানান। তাদের দাবিগুলো হলো- ২৪ ঘণ্টার
মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দিয়ে শিক্ষার্থীদের নিরাপদ অবস্থান নিশ্চিত করা
এবং হলকে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থী মুক্ত করা; উপাচার্য, উপ-উপাচার্যদ্বয়, কোষাধ্যক্ষ
ও প্রক্টরের পদত্যাগ করা; গত ১৫ জুলাই রাতে বহিরাগত সন্ত্রাসী ও ছাত্রলীগ নেতাকর্মীদের
মধ্যে যারা আন্দোলনরত শিক্ষার্থীদের নৃশংসভাবে আঘাত করেছে তাদের বিচার করা এবং জাবি
শিক্ষার্থী লিয়নসহ অন্যায্যভাবে গ্রেফতারকৃত সব রাজবন্দীর মুক্তি দিয়ে সব শিক্ষার্থীর
নিরাপত্তা নিশ্চিত করা।