কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় ‘বন্দুকযুদ্ধে’
দুই ইয়াবা কারবারি নিহত হয়েছে।
গতকাল ভোররাতে টেকনাফের নাফ নদীর তীর ও উখিয়ার ঘুমধুম রেজুআমতলী সীমান্তে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন টেকনাফ-২ বিজিবি অধিনায়ক ও কক্সবাজার-৩৪ বিজিবি অধিনায়ক।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান বলেন, টেকনাফের ন্যাচারপার্ক ডাবলজোড়া নামক স্থানে নাফ নদীর তীরে নিয়মিত টহল দেয়ার সময় কয়েকজন লোককে নৌকা নিয়ে নদী পার হয়ে এপারে আসতে দেখে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করেন।
তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি করলে বিজিবিও পাল্টা গুলি চালায়।
এক পর্যায়ে দুজন নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে চলে যায়।
একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।
অন্যদিকে কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, গতকা ভোররাতে উখিয়ার রেজুআমতলী সীমান্ত পিলার-৩৯ এলাকা দিয়ে মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান প্রবেশ করবে, এমন সংবাদে টহল জোরদার করে বিজিবি।
টহলরত বিজিবি সদস্যরা চার-পাঁচজনের একটি দল প্রবেশের চেষ্টাকালে তাদের থামানোর সংকেত দেন।
কিন্তু তারা না থেমে বিজিবির অবস্থান টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে।
আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে শাহজাহান নামের এক ইয়াবা পাচারকারীর মরদেহ উদ্ধার করা হয়।