অভিযানে তার ঘর থেকে দুটি এলজি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। কুমিল্লা র্যাব ১১ এর উপ পরিচালক মাহমুদুল হাসান জানান, মাসুদ রানা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে হত্যাসহ ৭টি মামলা রয়েছে। পতিত আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিলেন তিনি।
এছাড়া বিভিন্ন সময়ে আওয়ামী লীগের বিভিন্ন শোডাউনেও তাকে আগ্নেয়াস্ত্র হাতে দেখা গেছে। তিনি কুমিল্লার বিভিন্ন স্থানে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপরাধ করে আসছিলেন। র্যাব জানায়, গ্রেফতার মাসুদকে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, ‘মাসুদ রানাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অপরাধে ৭টি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।