রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘রাজপথে আগুন জ্বালিয়ে, মানুষকে হয়রানি করে দেশকে অস্থির করা শিক্ষার্থীদের কাজ নয়। আমরা মনে করি ধ্বংসাত্মক কাজে জামায়াত-শিবিরের হাতিয়ার হয়ে উঠে নিজেদের কলঙ্কিত করা শিক্ষার্থীদের কাজ নয়।’
গতকাল সকাল সাড়ে ৯টায় মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সমন্বয়ে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। কর্মসূচি শেষে বেলা ২টায় মহানগর আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিল শেষে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
অভিভাবকদের উদ্দেশে খায়রুজ্জামান লিটন বলেন, ‘আমরা অভিভাবক হিসেবে তাদের বাবা-মাকে অনুরোধ করব, আপনাদের সন্তানদের ঘরে নিয়ে যান। স্কুল-কলেজ খুলবে, স্কুল-কলেজে পাঠাবেন। কারো কথায় প্ররোচিত হয়ে অহেতুক আন্দোলনের নামে ধ্বংসাত্মক কাজে লিপ্ত হবেন না।’
শিক্ষার্থীদের সতর্ক বার্তা দিয়ে লিটন বলেন, ‘সব অপতৎপরতার পেছনে রয়েছে জামায়াত-শিবির। যদি তারা মনে করে শিক্ষার্থীদের দীর্ঘদিন বিভ্রান্ত করে রাখতে পারবে; তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। কারণ আমরা বিশ্বাস করি, এটা শুধু সময়ের ব্যাপার মাত্র। কোমলমতি শিক্ষার্থীরা তাদের সঙ্গে থাকবে না। তারা ঘরে ফিরে যাবে। যেহেতু তাদের দাবি পূরণ হয়েছে।’
নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় এ নেতা বলেন, ‘ষড়যন্ত্র প্রতিরোধে আপনারা আমাদের ডাকে বারবার রাজপথে এসেছেন। আমরা এভাবেই রাজপথে থাকব। শান্তিপ্রিয় রাজশাহীকে আমরা অশান্ত হতে দেব না।’