ফরিদপুরে ছাত্র-পুলিশ সংঘর্ষ, রণক্ষেত্র ভাঙ্গা মোড়

ফরিদপুরে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে এগারোটার দিকে সংঘর্ষে শহরের ভাঙ্গা রাস্তার মোড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

ফরিদপুরে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে এগারোটার দিকে সংঘর্ষে শহরের ভাঙ্গা রাস্তার মোড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

 

জানা গেছে, শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ মানুষ যুক্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও আশপাশের গলি থেকে বের হয়ে সড়কের উপর জমায়েত হয়।। সেখান থেকে ভাঙ্গা রাস্তার মোড়ের দিকে অগ্রসর হয় মিছিল। ভাঙ্গা রাস্তার মোড়ে পুলিশের সঙ্গে মিছিলকারীদের প্রায় ২০ মিনিট ধরে সংঘর্ষ হয়।

এ সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আন্দোলনকারীদের নিষ্ক্রিয় করতে একপর্যায়ে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শিক্ষার্থীরা পিছু হটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আরও