ফাঁদ জব্দ

সুন্দরবনের অভ্যন্তরে হরিণ শিকারের জন্য পেতে রাখা ৬০০টি ফাঁদ জব্দ করেছে বন বিভাগ।

সুন্দরবনের অভ্যন্তরে হরিণ শিকারের জন্য পেতে রাখা ৬০০টি ফাঁদ জব্দ করেছে বন বিভাগ। সোমবার সন্ধ্যায় সুন্দরবন পূর্ব বন বিভাগের টিয়ারচর এলাকা থেকে এ ফাঁদ উদ্ধার করা হয়। একই এলাকা থেকে কাঁকড়া শিকারের জন্য ব্যবহৃত ১৬টি নিষিদ্ধ চারো জব্দ করা হয়েছে। এর আগে ৬ জুন ঢাংমারী স্টেশনের হুলার ভারানী এলাকা থেকে ৮২টি ফাঁদ ও নন্দবালা টহল ফাঁড়ির সূর্যমুখী খাল এলাকা থেকে ৫৩টি মালা ফাঁদ জব্দ করেন বন প্রহরীরা।

আরও