সুন্দরবনের অভ্যন্তরে হরিণ শিকারের জন্য পেতে রাখা ৬০০টি ফাঁদ জব্দ করেছে বন বিভাগ। সোমবার সন্ধ্যায় সুন্দরবন পূর্ব বন বিভাগের টিয়ারচর এলাকা থেকে এ ফাঁদ উদ্ধার করা হয়। একই এলাকা থেকে কাঁকড়া শিকারের জন্য ব্যবহৃত ১৬টি নিষিদ্ধ চারো জব্দ করা হয়েছে। এর আগে ৬ জুন ঢাংমারী স্টেশনের হুলার ভারানী এলাকা থেকে ৮২টি ফাঁদ ও নন্দবালা টহল ফাঁড়ির সূর্যমুখী খাল এলাকা থেকে ৫৩টি মালা ফাঁদ জব্দ করেন বন প্রহরীরা।